সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অরক্ষিত ক্রসিংয়ে রেললাইনে উঠে পড়ল ট্রাক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

অরক্ষিত ক্রসিংয়ে রেললাইনে উঠে পড়ল ট্রাক
ছবি : ঢাকা মেইল

যশোরের অভয়নগরে গেটম্যানের অবহেলায় দ্রুতগামী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্রসিংয়ের সিগন্যাল গেট নামানো না থাকায় ট্রাকটি ভুল করে রেল লাইনের ওপরে উঠলে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও রেলওয়ের গেটম্যান পালিয়েছেন।

দুর্ঘটনার প্রায় এক ঘন্টা পর খুলনা-যশোর রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে খুলনা রুটে প্রায় এক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান খুলনাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা- মেট্রো- ট- ১৪-৮১৯৩) ভাঙ্গাগেট রেলক্রসিং পার হচ্ছিল। এসময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ট্রাকের চালক ও হেলপার লাফিয়ে প্রাণ রক্ষা করে। পর দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনের ইঞ্জিন আঘাত করলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর রেলক্রসিং থেকে ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভাঙ্গাগেট রেলক্রসিং একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং। গেটম্যান আশিষ কুমারের দায়িত্বে অবহেলা ছিল। যে কারণে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একজন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। তাকে উদ্ধার কর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আশিষ কুমারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা জানান, ট্রেন-ট্রাক সংর্ঘষে ক্ষতিগ্রস্থ ট্রাকটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। ট্রেন ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর