কুমিল্লার হোমনায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রভাতফেরিতে অংশগ্রহণকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে মনির হোসেন নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ১৮ বছর বয়সী মো. মনির হোসেন কাশিপুর-কৃষ্ণপুর গ্রামের কবীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, ছাত্রীরা প্রভাতফেরিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য যাচ্ছিলেন তখন ওই সময় মনির তাদের নানাভাবে উত্যক্ত করে। শিক্ষকরা তাকে আটক করে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
পরবর্তীতে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
এতে অভিযুক্ত মনির তার অপরাধ স্বীকার করে এবং তাকে সাজা দেওয়া হয়।
জানা যায়, এর আগেও মনির ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক ব্যক্তি কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রভাতফেরিতে অংশগ্রহণকারী ছাত্রীদের উত্যক্ত করেন। তখন বিদ্যালয়ের শিক্ষকরা মো. মনির হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেন।
প্রতিনিধি/এইচই