মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে শেখ রেজোয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের (কনেস্টবল) বিরুদ্ধে। এদিকে, তাকে আটকের পর ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয়রা জেলার বোদা উপজেলার গরুহাটি থানার ডাঙ্গা এলাকা থেকে তাকে অনৈতিক কার্যকলাপের সময় আটক করে।


বিজ্ঞাপন


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পুলিশের কনেস্টবল শেখ রেজোয়ান আহম্মেদ নীলফামারী সদরের শেখ শহিদার রহমানের ছেলে। তিনি বর্তমানে বোদা থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করাসহ আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে পুলিশ সদস্য রেজোয়ান। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমের সূত্রে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে ভোর রাতে থানায় নেওয়া হলে শুক্রবার বিকেলে ভিকটিমের ভাষ্য নিয়ে পরিবারের অভিযোগে তাকে আটক দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ক্লোজড করা হয়।

ওসি সুজয় কুমার রায় বলেন, পুলিশ কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, পরিবারের পক্ষ থেকে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেওয়া হয় বলে জানায় ওসি সুজয় কুমার রায়।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর