সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘গণতন্ত্রের কথা বলে রাষ্ট্রধর্ম কখনও ইসলাম হতে পারে না’ 

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

‘গণতন্ত্রের কথা বলে রাষ্ট্রধর্ম কখনও ইসলাম হতে পারে না’ 
ছবি : ঢাকা মেইল

চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক কবি আবুল মোমেন বলেছেন, ধর্মীয় উৎসবে যেখানে আজও হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে, সেখানে কিভাবে আমরা মনে করব দেশ ধর্মনিরপেক্ষ? গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ব্যতিত চালু হতে পারে না। আর গণতন্ত্রের কথা বলে রাষ্ট্র ধর্ম কখনো ইসলাম হতে পারে না।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট এলাকায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী।


কবি আবুল মোমেন বলেন, স্বাধীনতার যুদ্ধে আমরা কে কোন ধর্মের তা যাচাই করিনি, দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে এ দেশে সাম্প্রদায়িক শক্তি জেগে উঠে। স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে। এই দেশত্যাগের সংখ্যা কখনো কম, আবার কখনো বেশি। কিন্তু দেশ ত্যাগের ঘটনা কখনো বন্ধ হয়নি। আমরা সবার জন্য রাষ্ট্র ধর্ম নিশ্চিত করতে পারিনি।

সদস্য সচিব রাখাল চন্দ্র নাথের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, সহসভাপতি অ্যাড. চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম স¤পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ ও সমন্বয়ক রাম চন্দ্র দাশ।

উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ ঘটনের স্বপ্ন আজ তারই কন্যা শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশনায় কর্ণফুলীতে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছি। মসজিদ, মন্দির ও উপসনালয়ে সমান ভাবে উন্নয়ন কাজ করছি।


বিজ্ঞাপন


চট্টগ্রাম ব্যুরো/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর