কিশোরগঞ্জের নিকলীতে গলায় ফাঁস দিয়ে শিপন আক্তার (৪৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার মোহরকোনা গ্রামের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শিপন আক্তার উপজেলার মোহরকোনা গ্রামের দিন মুজুর জসিম উদ্দিনের স্ত্রী এবং ৬ সন্তানের জননী।
পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সকাল ১১টার দিকে নিজ বাড়িতে একটি পরিত্যাক্ত ঘরের ধর্নার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
নিকলী থানার এস আই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস