বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

অবৈধ ২টি বিদেশি পিস্তলসহ আটক ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলাল বাজার এলাকায় চুন্নুর চায়ের দোকানের সামনে থেকে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র‍্যাব- ৫।

মঙ্গলবার (১৪ ফ্রেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেলাল বাজার এলাকায় চুন্নুর চায়ের দোকানের সামনে যাত্রীবাহী ভ্যানে যাওয়ার সময় তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে আব্দুর রাজ্জাক রাজু (২৬)। 

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের ৫ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা রহনপুর এলাকায় নিয়ে যাচ্ছে। খবর পেয়ে সে এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকর করেন সে সোনা মসজিদ এলাকায় খুচরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub