মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আড়িয়াল খাঁ নদে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

আড়িয়াল খাঁ নদে যুবকের মরদেহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মো. ইসমাইল হোসেন তোতা মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরখামা এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ।


বিজ্ঞাপন


ইসমাইল হোসেন তোতা মিয়া চরখামা গ্রামের নিলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শিল-পাটা কাটার কারিগর ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কটিয়াদি উপজেলার কুরিখাই মেলায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তোতা মিয়া। পরে রাত হয়ে গেলেও বাড়িতে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে বাড়ির নিকটবর্তী আড়িয়াল খাঁ নদের তীরে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল হতে তার মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান তোতা মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে হালকা রক্ত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পরিবারের অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর