বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত 
ছবি : ঢাকা মেইল

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের ২০ জন নারী উদ্যোক্তার টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেন তিনি। 

টিউলিপ বাগানের প্রশংসা করে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, আমার কাছে মনে হয় আমি যেন ডেনমার্কেই আছি। এখানকার নারীরা সত্যিই অসাধারণ তারা শক্তির পরিচয় দিয়েছেন। নারীর ক্ষমতায়নে এই টিউলিপ বাগান ভূমিকা রাখবে বলে আমি মনে করি।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামিলিয়ার্স, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ভ্যালু চেইন স্পেশালিষ্ট রাফিজুল ইসলাম মন্ডল ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান,  ইফাদের মেরিয়েল জিমার মেন,  কনসালটেন্ট মো. দেওয়ান আলমগীর, পিকেএসএফের সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম)  ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিওথর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফের ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মন্ডল ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার  সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। 

জানা গেছে, সৌন্দর্যের রাণী টিউলিপ তেঁতুলিয়াকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। ইতোমধ্যেই পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা গ্রাম দর্জিপাড়া গ্রাম। এই হিমালয় কন্যা—কাঞ্চনজঙ্ঘা ও সমতলের চা সৌন্দর্যের পর মুগ্ধতা কাড়ছে নেদারল্যান্ডের ১০ প্রজাতির টিউলিপ ফুল। ভিনদেশি টিউলিপের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে তেঁতুলিয়া। এতে করে সৌন্দর্যের টিউলিপের প্রদীপ হয়ে উঠেছে এ উপজেলাটি। এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠে। ভিনদেশি এ টিউলিপ চাষে পর্যটনে যুক্ত হয়েছে নতুনমাত্রা। 

এবার দুই একর জমিতে এক লাখ গাছে ফুটেছে বাহারি রঙের ১০ প্রজাতির রাজসিক টিউলিপ। রঙগুলো হচ্ছে—অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সানরাইজ (হলুদ), ষ্টংগোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিষ্টিকভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল ছায়া) এবং গোল্ডেন টিকিট (হলুদ)।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্টের (ইফাদ) সহযোগিতায় দেশের উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে পাইলট প্রকল্পে চাষ করা হচ্ছে বিদেশি ফুল টিউলিপ। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর