রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও’
ছবি: ঢাকা মেইল

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারি কলেজে ছাত্রলীগের নেতা পরিচয়ে শিক্ষার্থীদের ভর্তি করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া সুজন শেখ (২২) নামে এক প্রতারককে কানে ধরে উঠবস করিয়েছে অন্য শিক্ষার্থীরা।

রোববার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে পাংশা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটেছে। ওইদিন বিকেলে ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শেখ সুজন কান ধরে ওঠবস করছেন। পাশে দাঁড়িয়ে তা দেখছেন অন্যরা। সুজন বলছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।


বিজ্ঞাপন


প্রতারণাকারী সুজন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, সম্প্রতি পাংশা সরকারি কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন শেখ সুজন। এ নিয়ে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে প্রায় ২০-২৫ শিক্ষার্থীর থেকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা করে নিয়েছিলেন ছাত্রলীগের ওই কথিত নেতা। যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের সবার অপেক্ষাকৃত জিপিএ কম ছিল।

প্রতারণা ধরা পড়লে ভর্তিচ্ছুদের থেকে নেওয়া টাকা পরে ফেরত দিতে বাধ্য হন শেখ সুজন। টাকা ফেরত দিয়ে ভুল স্বীকার করে কান ধরে ওঠবস করতে হয় তাকে। পরে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের কাছ থেকে টাকা নিয়ে বলেছে, আমি কলেজ ছাত্রলীগের নেতা, আমি তোমাদের ভর্তি করিয়ে দেব।


বিজ্ঞাপন


নিজের অপরাধের কথা স্বীকার করে শেখ সুজন বলেন, এটা আমার করা ঠিক হয়নি। আমি আর কখনও এমন কাজ করবো না। আমি ছাত্রলীগের কোনো নেতা নই। আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দাও।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর