শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ট্রেনে কাটা পড়ে ক্লিনিক কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

ট্রেনে কাটা পড়ে ক্লিনিক কর্মচারীর মৃত্যু
ফাইল ফটো

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ট্রেনে কাটা পড়ে তাপস সরকার (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাপস সরকার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাপস সরকার জামালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের তপন সরকারের ছেলে। তিনি ফরিদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন নলিয়াগ্রাম স্টেশন ছেড়ে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সীমানার মির্জাপুর গ্রামে প্রবেশ করলে তাপস সরকার ট্রেনে কাটা পড়েন।

ওসি সোমনাথ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সরকারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাপস সরকার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর