শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল মাদক কারবারির

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল মাদক কারবারির

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিয়ে বাকবিতণ্ডার জেরে এক মাদক কারবারির ছুরিকাঘাতে আরেক মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছুরিকাঘাতকারী মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

নিহত মাদক কারবারির নাম মো. নিয়ামুল (২০)। তিনি ওই গ্রামের তাহের মিয়ার ছেলে।

অভিযুক্ত ছুরিকাঘাতকারীর নাম মো. আশরাফুল ইসলাম। তিনি একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

গুরুতর আহত নিয়ামুলকে পাশের উপজেলা আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বিজয়নগর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ও ছুরিকাঘাতকারী মো. আশরাফুল ইসলামকে আটক করে। আশরাফুল একই গ্রামের আব্দুল মোতালেবের পুত্র।


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. রাজু আহমেদ জানান, নিয়ামুল ও আশরাফুল দু’জনই উঠতি বয়সের মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত রয়েছে। দুই-তিনদিন আগে নিয়ামুলের বাড়ির সামনে একটি জায়গায় মাদক লুকিয়ে রাখে আশরাফুল। লুকিয়ে রাখা মাদক পরবর্তীতে না পেয়ে নিয়ামুলকে দোষারোপ করে আশরাফুল। ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামুল বাড়ির পাশে বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে ডাক দিয়ে একটু দূরে নিয়ে আচমকা নিয়ামুলের বুকে ছুরিকাঘাত করে আশরাফুল পালিয়ে যায়। আশপাশে থাকা নিয়ামুলের বন্ধুরা তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে ছুরিকাঘাতকারী আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর