বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

স্কুল শিক্ষার্থীদের আবেদনে বন্ধ হলো বাল্যবিবাহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

স্কুল শিক্ষার্থীদের আবেদনে বন্ধ হলো বাল্যবিবাহ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে স্কুল শিক্ষার্থীদের আবেদনে অপ্রাপ্তবয়স্ক মরিয়ম তাহসিন আকতারের (১৭) বাল্যবিবাহ বন্ধ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাল্যবিবাহ বন্ধ করার জন্য আবেদন করেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


এর পরিপ্রেক্ষিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মরিয়ম তাহসিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ইউএনও মো. শাহিদুল আলম বলেন, গত ৭ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসে। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে তাহসিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও জানায় তার সহপাঠীরা।

তিনি আরও বলেন, আবেদনের বিষয়ে মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে তাহসিনের মা শামসুন্নাহারকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে মেয়েকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ের চেষ্টা করবেন না বলে মুচলেকা দেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর