শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় ৩৮২৩ জন অকৃতকার্য

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় ৩৮২৩ জন অকৃতকার্য

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) মৌলভীবাজার জেলায় পাশের হার ৭২ দশমিক ৫০ শতাংশ। জেলায় মোট জিপিএ ফাইভ পেয়েছে ৭ শত ৭৯ জন। অকৃতকার্যের তালিকায় রয়েছে ৩ হাজার ৮ শত ২৩ জন।

জেলা ভিত্তিক ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সিলেট বোর্ডের গড় পাশের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ পিছিয়ে মৌলভীবাজার জেলা। সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষায় ২০২২-এ পাশের হার ৮১ দশমিক ৪০ শতাংশ, যেখানে মৌলভীবাজার জেলায় পাশের হার ৭২ দশমিক ৫০ শতাংশ।


বিজ্ঞাপন


জানা গেছে, জাতীয় পর্যায়ে এবছর পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সে তুলনায় মৌলভীবাজার পিছিয়ে আছে ১৩ দশমিক ৪৫ শতাংশ।

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার মোট এইচএসসি পরীক্ষার্থী ছিলো ১৩ হাজার ৯ শত ৩ জন। এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৮০ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৮ শত ২৩ জন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর