বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে ইউপি সদস্য হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ পিএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জে ইউপি সদস্য হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউপি সদস্য হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক নং আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিতিত ছিলেন।


বিজ্ঞাপন


মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- কটিয়াদী উপজেলার মধ্যভাট্টা গ্রামের ফুরকান ভুঁইয়া, একই গ্রামের সাহেদ ভুঁইয়া ও অ্যাংগু ভুঁইয়া।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামির নাম মস্তুফা ভুঁইয়া। এছাড়া বিচার চলাকালে জমশেদ ভুঁইয়া নামে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি এবং আহাম্মদ নামের আরেক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে রতন ভুঁইয়ার সঙ্গে প্রতিবেশী ফোরকান ভূঁইয়ার বিরোধ চলছিল। এর জেরে ২০১৩ সালে ২৯ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় ফোরকানের লোকজন রতন ভুঁইয়াকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে ওই বছর দুই সেপ্টেম্বর রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আনার ভুঁইয়া হত্যা চেষ্টা, হামলা ও আহত করার অভিযোগ এনে ছয় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। রতন ভুঁইয়া মারা গেলে এটি হত্যা মামলায় পরিণত হয়।


বিজ্ঞাপন


মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার এসআই রাখাল দেবনাথ ২০১৪ সালের ৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত এ রায় দেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের এপিপি অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় চৌধুরী। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক মিন্টু।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর