শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের আকাশ, আবারও কমেছে তাপমাত্রা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ এএম

শেয়ার করুন:

কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের আকাশ, আবারও কমেছে তাপমাত্রা
ছবি: ঢাকা মেইল

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পরে সপ্তাহ খানেক ধরে কমে গিয়েছিল কুয়াশার পরিমাণ। দিনভর থাকতো ঝলমলে রোদ। তাপমাত্রাও বেড়ে গিয়েছিল। তবে হঠাৎ করে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এ জেলা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।

এদিকে, গত কয়েকদিন থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে জেলার আশপাশ। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তবে গতকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে কুয়াশার পরিমাণ। দিনের বেলা খানিক সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে না পারার কারণে শীতের তীব্রতা অনুভূত হয় দিনজুড়ে। বিকেল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা হয়ে ঝরে যাচ্ছে। তবে সামনের দিকে কুয়াশার পরিমাণ কমে তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়বে।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমে সরকারি ও বেসরকারিভাবে ৭৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর