শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

পানির পাত্রে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

পানির পাত্রে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু 
ছবি : ঢাকা মেইল

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বাড়ির সামনে টিউবওয়েলে রাখা পানিভর্তি পাত্রে পড়ে মারিয়া খাতুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিনের পূর্বপাড়ার সলিম উল্লাহর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মারিয়া কিশোরগঞ্জের দরবারপুরে বাসিন্দা বুলবুল আহমেদের মেয়ে। তার বাবা দ্বীপে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য জানান, টিউবওয়েলের পানি জমা রাখতে একটি বড় পাত্র রাখা ছিল। পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পাত্রে পড়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে নজরে পড়লে শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তার বাবা বুলবুল। 

এসময় কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে.  রাগিব তানজুম শিশুটিকে নিজের মোটরসাইকেলের করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


সেন্টমার্টিন ২০ শষ্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে শিশুটি মারা গেছে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার  পর শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মরদেহ উখিয়া উপজেলার বালুখালীস্থ তার নানাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে শিশুর দাফন করা হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর