শেরপুরের বীরপ্রতীক (বার) মুন্সি আর নেই
জেলা প্রতিনিধি
শেরপুর

ছবি : ঢাকা মেইল
শেরপুরের বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সি মারা গেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ৯টায় ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন।
সরকার কোনো যোদ্ধাকে যুদ্ধে বীরত্বের স্বীকৃতির জন্য একই পদক দুইবার প্রদান করলে তার নামের শেষে ‘বীরত্ব’ উপাধি লেখার পর প্রথম ব্রাকেটে ‘বার’ লেখার নিয়ম স্বীকৃত। ১৯৭১ এ আমাদের মহান মুক্তিযুদ্ধে―আমাদের এ মাটির সন্তান ‘জহুরুল হক মুন্সী’ই একমাত্র এই বিরল উপাধি পাওয়া বীরপুত্র!
প্রতিনিধি/এইচই