শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

গাড়ি নিয়ে ঢুকতে না দেওয়ায় জাবির নিরাপত্তা প্রহরীকে মারধর 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

গাড়ি নিয়ে ঢুকতে না দেওয়ায় জাবির নিরাপত্তা প্রহরীকে মারধর 
ছবি : ঢাকা মেইল

বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নিরাপত্তা প্রহরীকে মারধর করেছে ইএমবিএ (উইকেন্ড) প্রোগ্রামের এক শিক্ষার্থী। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযুক্ত দিপ্ত দেবনাথ বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ ৩৩ ব্যাচের শিক্ষার্থী। 

নিরাপত্তা শাখা জানায়, কয়েকজন ছেলেমেয়ে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ড প্রশাসনের অনুমতি না থাকায় তাদের ঢুকতে দেয়নি। পরে তারা নিরাপত্তা প্রহরী জাকারিয়াকে মারধর করে। 

মারধরের শিকার নিরাপত্তা প্রহরী বলেন, আজকে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের ভেতরে গাড়ি ঢুকতে না দেওয়ার নির্দেশনা ছিল। ইভিনিংয়ের কয়েকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি তাদের নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, বিষয়টি উইকেন্ড প্রোগ্রামের শিক্ষক এবং নিরাপত্তা শাখার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। গার্ডের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। আমরা বহিরাগত এবং উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের আরও সচেতন হয়ে বিশ্ববিদ্যালয়ে চলাচলের জন্য আহ্বান জানাচ্ছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর