শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বরই পাড়তে নিষেধ করায় প্রাণ গেল মালিকের 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

বরই পাড়তে নিষেধ করায় প্রাণ গেল মালিকের 
ছবি : ঢাকা মেইল

রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। গাছ থেকে বরই পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম কাজেম আলী বিদ্যুৎ (৪০)। তিনি নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম স্কুলপাড়া মহল্লার মৃত শমশের আলীর ছেলে। 

জানা যায়, নাসিম ও আকাশ নামের দুই তরুণ আজ দুপুরে কাজেম আলীর বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। তখন কাজেম বরই পাড়তে নিষেধ করেন। এ কারণে দুই তরুণের সাথে গাছ মালিকের কথা কাটাকাটি শুরু হয়। 

এক পর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি মাসুদ পারভেজ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনের নাম ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর