বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জামালপুরে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানী ঢাকার শ্যামলী এলাকা থেকে জুম্মান তালুকদারকে আটক করে জামালপুরের ডিবি পুলিশ।


বিজ্ঞাপন


ডিবি পুলিশের ওসি মো. আরমান আলী জানান- গত বছরের ২৫ ডিসেম্বর মধ্য রাতে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের মালিরচর নয়াপাড়া বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল শাহিনা বেগমের স্বজনদের দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে নগদ ২০ লাখ টাকা ও ১০০ ভরির অধিক স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এই ঘটনায় শাহিনা বেগমের বড় বোন মাহমুদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৬-১৭ জনের নামে একটি ডাকাতি মামলা দায়ের করেন। এই মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। এসময় তাদের সবার কাছ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের নাম আসলে গত রাতে তাকে আটক করা হয়।

জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করবে ডিবি পুলিশ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর