মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতি মামলায় যুবক গ্রেফতার  

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের মিরসরাই থানায় ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামি মো. ইকবাল হোসেন প্রকাশ ইকবালকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোর রাতে মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুনগর এলাকার নুরুল আমিনের ছেলে।

জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন যাবত ডাকাতি, চুরি, চিনতাই, ইয়াবা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম করে আসছিল। এইসব মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিনে এসে আবারও শুরু করেন এইসব ব্যবসা। 

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ইকবাল হোসেন দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এইচই