শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নাটোরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

নাটোরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ভাবে পদ্মা নদী থেকে ভরাট বালু উত্তোলন করে ইটভাটায় সরবরাহের অপরাধে দাউদ ইসলাম নামে এক ভাটা মালিককে ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ জরিমানা করেন।


বিজ্ঞাপন


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলন করে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে ভাটা মালিক দাউদ ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারার ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অবহ্যত থাকবে বলে তিনি জানান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর