শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রেমের টানে এবার বাংলাদেশে থাই তরুণী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশের তরুণ আকাশ বড়ুয়ার সঙ্গে প্রেমের শুরু ফেসবুকে। সেই প্রেমের টানে বিয়ে করতে চট্টগ্রামের চন্দনাইশে ছুটে এসেছেন থাইল্যান্ডের তরুণী বুলিকা সালানগার্ম (২৫)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন বুলিকা। একইদিন রাতে পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারে বিয়ে হয় বুলিকা ও আকাশের। এর পরদিন শুক্রবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বুলিকাকে ঘরে তুলে নেওয়া হয়। প্রেমের টানে সুদূর থাইল্যান্ড থেকে ছুটে আসা বুলিকা ও বাংলাদেশের আকাশকে দেখতে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


এ ব্যাপারে শনিবার (২৮ জানুয়ারি) আকাশ বড়ুয়া জানান, ফেসবুকে পাঁচ বছর আগে বুলিকার সঙ্গে পরিচয়। এক বছর আগে থাইল্যান্ডে যান তিনি। সেখানে একই প্রতিষ্ঠানে কাজ করতো বুলিকা। চাকরির পাশাপাশি এলএলবি সম্পন্ন করে বুলিকা। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। অবশেষে বুলিকা তার পরিবারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে চলে আসেন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর