শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজবাড়ীতে শীতকালীন পিঠা উৎসব

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে শীতকালীন পিঠা উৎসব

‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ স্লোগানে রাজবাড়ীতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আয়নাল মোল্লা পাড়া এলাকায় রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় রাজেন্দ্র কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাজু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মতিয়ার রহমান, খলিল গায়েন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা গায়েন জুয়েল রানা।

আলোচনা সভা সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম আমজাদ।

অনুষ্ঠানে শীতকালীন পিঠা উৎসবে সবাই মিলে সুজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, ভাঁপা পিঠাসহ হরেক রকমের শীতের পিঠার স্বাদে আনন্দ করে উপভোগ করেন।


বিজ্ঞাপন


পরে শীতকালীন পিঠা উৎসবে পিঠা প্রতিযোগিতা, ইংরেজি বলা প্রতিযোগিতা, বল বদল প্রতিযোগিতা, হাড়ি ভাঙা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, গজল প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, নৃত্য, যেমন খুশি তেমন সাজ ও কৌতুকের প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর