গোপালগঞ্জে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম সোহাগ শেখ ওরফে ভাগ্নে সোহাগ (৩০)। তিনি চারটি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
বিজ্ঞাপন
মুকসুদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোহাগ শেখ ওরফে ভাগ্নে সোহাগ পুলিশের তালিকায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি। তিনি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার চারটি ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এইউ