গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীর সিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর দুই বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে। আহতরা হলেন— তানভীরের দুই বন্ধু সেনা সদস্য মারুফ বিল্লা (২২) এবং আরেফিন (২২)।
এসআই সাইদুল ইসলাম বলেন, তানভীর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে গোপীনাথপুর থেকে ফুকরা যাচ্ছিলেন। এসময় ফুকরা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে তিন আরোহী মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তানভীর মারা যান। আহত অপর দুই বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই সাইদুল ইসলাম আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাসটি জব্দ করা যায়নি। মাইক্রোবাসসহ এর চালককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন
টিবি