বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাগেরহাটে ১৬ বছর পর জেলা যুবলীগের সম্মেলন হচ্ছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে ১৬ বছর পর জেলা যুবলীগের সম্মেলন হচ্ছে

বাগেরহাটে দীর্ঘ ১৬ বছর পর আজ (বুধবার) বিকেল ৩টায় শুরু হয়েছে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সম্মেলনের মধ্য দিয়ে বিগত ৬ বছর ধরে চলা বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হতে যাচ্ছে। সম্মেলন স্থল বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়েছে নেতা কর্মীদের স্বরব উপস্থিতি।

বাগেরহাটে যুবলীগের সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে ক্ষমতাসীন দলের যুবসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। পদপ্রত্যাশীদের বর্ণিল প্রচার-প্রচারণা, ব্যানার-প্যানা, বিলবোর্ডে ছেয়ে গেছে সড়ক ও সম্মেলন স্থল। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ইতোমধ্যেই ৯ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 


বিজ্ঞাপন


সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। 

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের দুইজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আমিরুল আলম মিলন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা কর্মী  মঞ্চে উপস্থিত রয়েছে। 

সম্মেলনে দ্বিতীয়ার্ধে কাউন্সিল অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক নির্ধারন হবে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি উপহার দিবেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর