বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আড়াই হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৩১ এএম

শেয়ার করুন:

আড়াই হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

নেত্রকোনায় ১৪ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দলের অভিযানে প্রায় আড়াই হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে ওই অভিযান পরিচালনা করে র‌্যাব।


বিজ্ঞাপন


বুধবার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার সদর থানাধীন রাজুর বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে র‌্যাব। একটি পিকআপ ভ্যান তল্লাশিকালে ভেতরে থাকা মুনকির মিয়া (২৭) ও গোবিন্দ শীলকে (৩২) আটক করা হয়। তাদের বাড়ি নেত্রকোনা সদরে। ওই সময় পিকআপ থেকে ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনি ও পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আটক দুই ব্যক্তিসহ অন্যরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিল। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটকদের নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর