বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:২২ এএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম চাম্বল এলাকার বাসিন্দা।

রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, মঙ্গলবার দুপুরে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মৃত্যুর পর তার মরদেহ বাসায় নিয়ে আসা হয়েছে।

যথাযথ নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর