নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নাটোরে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
গ্রেফতার মো. হাসান আলী (২৮) সিংড়া উপজেলার বড়বাড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. জেহের আলীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি অপারেশন মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি পেশাদার একজন মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিল।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
টিবি