বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় ৫ লাখ টাকা মূল্যের নকল ওষুধ ধ্বংস, জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৪২ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ৫ লাখ টাকা মূল্যের নকল ওষুধ ধ্বংস, জরিমানা

গাইবান্ধা শহরতলীর এস.এ এগ্রো অ্যান্ড ফার্মা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নকল পশু ও মৎস্য খাবারের ফুড সাপ্লিমেন্ট প্যাকিং করে আসছিল। এরই মধ্যে গোপন খবর পায় প্রশাসন। এরপর অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।oper

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সদর উপজেলার ধানঘড়া-শাপলা মিল এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন।

রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উদ্যোগে এ অভিযানে এস.এ এগ্রো অ্যান্ড ফার্মায় ঢাকার নকল পশু ও মৎস্য খাবারের ফুড সাপ্লিমেন্ট প্যাকিং করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে প্রায় ৫ লাখ টাকার মূল্যের ওষুধ জব্দ করার পর তা স্থানীয় গারবেজ এলাকায় ধ্বংস করা হয়।

এসময় রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের দেলোয়ার হোসেন, জামিনুর রহমান, ইশতিয়াক আহম্মেদ, আহসান হাবিবসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচাল না করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর