চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামের একটি ড্রেন থেকে দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে স্থানীয় শ্রমিকরা।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে ভোলাহটা উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামের শুকুরের জমিতে ড্রেনের খননের সময় এ দুইটি কষ্টি পাথর দেখতে পান।
বিজ্ঞাপন
পরে পুলিশ ও বিজিবিকে খরব দিলে ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে মূর্তি দুইটি উদ্ধার করে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
স্থানীয় শ্রমিক তোজিবুল ও স্থানীয় ইউপি সদস্য বাবু জানান, জমিতে সেচে দেওয়ার জন্য ড্রেন খনন করার সময় কষ্টি পাথরের মূর্তি দুটি দেখা যায়। কষ্টি পাথর দুটি ভালোভাবে উঠিয়ে সরেজমিনে রেখে পুলিশ ও বিজিবিকে খবর দিলে যৌথ বাহিনীর সদস্যরা ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। পরে নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের কাছে হস্তান্তর করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঢাকা মেইলকে জানান, স্থানীয় শ্রমিকরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মূর্তি দুটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
৫৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক আমির হোসেন মোল্লা ঢাকা মেইলকে বলেন, মূর্তি দুটির ওজন মোট প্রায় ১৫০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
তিনি আরও বলেন, স্থানীয়রা এ ধরনের বার্তা বিজিবিকে জানালে এগুলো উদ্ধার করে প্রত্মতত্ত্ব বিভাগে জমা দেওয়া যাবে এবং পুরাকীর্তিগুলো উদ্ধার করা সম্ভব হবে।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, কষ্টি পাথরের মূর্তি দুটি ভোলাহাটের দলদলী ইউনিয়নের পুরাতনবারইপাড়া থেকে উদ্ধার করা হয়। এখন চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে মূর্তি দুটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
প্রতিনিধি/এসএস