ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীতে ভাষা ভিত্তিক একমাত্র রাষ্ট্রের সূচনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ ভাষা হলো বাংলা। বাংলা ভাষা এখন পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা। আগামী ১০ বছরে এ ভাষা পরিণত হবে তৃতীয় বৃহত্তম ভাষা হিসেবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।
পরে মন্ত্রী মোস্তাফা জব্বার নির্মিতব্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এইচই