বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্যাংকে ২শ কোটি টাকা ঋণ: ইয়াহিয়া দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

ব্যাংকে ২শ কোটি টাকা ঋণ: ইয়াহিয়া দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ১৩ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় আয়াস স্টিলের মালিক মোহাম্মদ ইয়াহিয়া ও তার স্ত্রী আয়েশা সুলতানাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ দুই ঋণখেলাপি থেকে অগ্রণী ছাড়াও অন্যান্য ব্যাংকের প্রায় দুইশ কোটি টাকা পাওনা রয়েছে।

রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


ব্যাংকের আইনজীবীর আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক নগরের আগ্রাবাদ করপোরেট শাখা থেকে ঋণ নেয় মেসার্স আয়াস স্টিল। কিন্তু ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির দুই মালিকের বিরুদ্ধে ২০০৮ সালে ঋণ আদালতে মামলা করে ব্যাংক। সেই মামলায় ২০০৯ সালের ১৯ জানুয়ারি ডিক্রিও পায় ব্যাংক। তারপরও ঋণ পরিশোধ করেননি অভিযুক্তরা। এরপর অর্থঋণ আদালতে জারি মামলা করে ব্যাংক। বর্তমানে সুদে-আসলে দুই ঋণখেলাপি স্বামী-স্ত্রী থেকে ব্যাংকের মোট পাওনা ১৩ কোটি টাকা।

প্রসঙ্গত, এ দুই ঋণখেলাপি থেকে অগ্রণী ছাড়াও অন্যান্য ব্যাংকের প্রায় দুইশ কোটি টাকা পাওনা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর