বগুড়ায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর বিক্রির দায়ে মো. জামরুল শেখকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জামরুলকে দেওয়া ঘরের দলিল এবং যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।
জানা গেছে, বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর অঞ্চলের খবর পত্রিকার অনলাইন ভার্সনে ‘বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ৭০ হাজার টাকায় বিক্রি’ এই শিরোনামে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রধান প্রতিবেদক এম আই মিরাজের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বগুড়া সদরের এরুরিয়া ইউনিয়নের কদমতলী এলাকার আশ্রায়ন প্রকল্পে অভিযান চালিয়ে জামরুল শেখকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বগুড়া সদর থানার এস আই তয়নসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর বিক্রি করার অপরাধে জামরুল শেখকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

