কিশোরগঞ্জের করিমগঞ্জে টিসিবির কার্ড চাইতে গিয়ে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের মারধরের শিকার হয়েছেন এক নারী। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামাড়াবন্দর উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই নারী ইউপি সদস্যের নাম আলপিনা আক্তার। তিনি সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ ওয়ার্ডের নারী সদস্য। মারধরের শিকার মার্জিয়া আক্তার (৩৫) একই গ্রামের উত্তরপাড়া এলাকার আরজু মিয়ার মেয়ে।
বিজ্ঞাপন
মার্জিয়া আক্তার জানান, ভুক্তভোগীর ছোট বোন সালমা আক্তারের (২৭) জন্য টিসিবির কার্ড করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নারী সদস্যের কাছে যান। এসময় ইউপি সদস্য ওই নারীর বোনের আইডি কার্ড দেখে কিছু বুঝে উঠার আগেই তাকে মারতে থাকেন এবং অশ্লীল ভাষায় গালাগালিজ করতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে পাশে থাকা বাঁশের কঞ্চি দিয়ে তার গায়ে উপর্যুপরি আঘাত করেন।
তিনি জানান, ঘটনার দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্ত ইউপি সদস্য আলপিনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, মারধরের কোনো ঘটনা ঘটেনি। ওই নারীই কার্ড দ্রুত দেয়ার জন্য তাকে শাসিয়েছেন।
সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, মারধরের শিকার এক নারী আমার কাছে অভিযোগ করেছেন। বিস্তারিত জেনে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু জানান, ইউপি সদস্যের মারধরের শিকার হয়েছেন মর্মে এক নারী অভিযোগ করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এইউ