ঝিনাইদহের মহেশপুরে চারটি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে মহেশপুর উপজেলার পদ্মপুকুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক বায়েজিদ মিয়া উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের প্রয়াত নাসির উদ্দিনের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদে জানতে পারেন দত্তনগর হয়ে একটি ইজিবাইকযোগে সোনর চালান বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাবে। এরপর পদ্মপুকুর ডিগ্রি কলেজের কাছে অভিযান চালিয়ে বিজিবি একটি ইজিবাইক আটকে বায়েজিদ মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন ৪৬৬ গ্রাম। এর মূল্য ৩৪ লাখ ৫৮ হাজার টাকা।
এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
টিবি

