সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ কেজি মাংস জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় দোকান থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যবসায়ী মো. আব্দুল হালিমের বাড়ি ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়ায়।

স্থানীয়দের বরাত ‍দিয়ে ওসি শেখ রেজাউল হক দিপু জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও ব্যবসায়ী আব্দুল হালিম মাংস বিক্রির জন্য একটি গরু আনেন। কিন্তু গরুটি মারা যায়। এরপর গরুটি অন্য জায়গায় ফেলে দেওয়ার কথা বললেও হালিম সেটি জবাই করে মাংস বিক্রি করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে এক মাংস ক্রেতা ৯৯৯-এ ফোন দেন। ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দোকান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

জব্দ করা মাংস মরা গরুর কি-না তা যাচাই করা হচ্ছে। বিশুদ্ধ খাদ্য দ্রব্য আইনে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর