শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে অর্থ আদায়, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে অর্থ আদায়, যুবকের কারাদণ্ড

রাজশাহীর গোদাগাড়ীতে সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়ের অপরাধে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে আসা লোকদের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত কথিত সাংবাদিকের নাম মিনহাজুল ইসলাম। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান বলেন, সোমবার (১৬ জানুয়ারি) রাতে বেশকিছু মাটি কাটার মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়। এ সুযোগে মঙ্গলবার সকালে মিনহাজুল ইসলাম সাংবাদিক পরিচয়ে মেশিন ও ট্রাক্টর মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। অফিসে বিভিন্ন কাজে আসা লোকদের বাধার সৃষ্টি করছিলেন ওই যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেকে তিনি সাংবাদিক পরিচয় দেন। তার কাছে থাকা ভোরের চেতনা নামের পত্রিকার একটি প্রেস কার্ড পাওয়া যায় যেখানে মোবাইল করেসপন্ডেন্ট রাজশাহী লেখা দেখা যায়।

এমন নামের কোনো পত্রিকা বা সাংবাদিক আছে কি-না এ বিষয়ে খোঁজ নিয়েও তার তথ্য মেলেনি। বুঝতে পারি তিনি সাংবাদিক পরিচয়ে প্রতারণা করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ভূমি কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর