সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৫ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপর মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম মোর্শেদুল আরেফিন (৩১)। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখা ছোট মসজিদ এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম জানতে পারে, দুইজন মাদক কারবারি মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা পুলিশের এক টিম চরসাতবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আসামি আরেফিনকে গ্রেফতার করা হয় এবং বাবু নামের অপরজন একটি পলিথিনের পুটলি ফেলে পালিয়ে যায়। এসময় আরেফিনের কাছ থেকে ১৫ পিস ও পুটলি থেকে ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি বাবুর সহযোগিতায় আরেফিন দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।


বিজ্ঞাপন


এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর