সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে নকল ভিক্সল-হ্যান্ডওয়াশ তৈরি, মালিক-ম্যানেজারের জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে নকল ভিক্সল-হ্যান্ডওয়াশ তৈরি, মালিক-ম্যানেজারের জরিমানা

ঝিনাইদহ শহরের মধ্যে দুইটি বাড়িতে অবৈধভাবে ইচ্ছেমতো ফ্যাক্টরি বানিয়ে নকল ভিক্সল-হ্যান্ডওয়াশ, ক্যামিকেল ও মোড়ক তৈরির অপরাধে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় পরে একজনকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অভিযান যৌথভাবে পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এবং ঝিনাইদহ র‌্যাব-৬।


বিজ্ঞাপন


জানাযায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ইমপ্রেস কেমিক্যালের মালিক মো. জাকির হোসেন টিটু (৫৫)কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও এ্যালবাটোস কেয়ারের ম্যানেজার মো. বিলাল হোসাইন (৩২)কে এক লাখ টাকা জরিমানা করা হয়। উক্ত অসাধু ব্যবসায়ী আদায়কৃত ১ লাখ জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় বিলাল হোসাইনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয়। যার মামলা নং ১৫,১৬ এবং ১৭/২৩ তারিখ ১৭/০১/২৩ইং।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, দীর্ঘদিন ধরে পৌর শহরের পবহাটি এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া কাঠ পুড়িয়ে কেমিক্যাল ও নকল গ্রিজ তৈরি এবং পণ্যের নকল মোড়ক ব্যবহার করা হচ্ছিল। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, এ সময় দুটি কারখানায় তথ্যের সত্যতা পাওয়া যায়। সঙ্গে কারখানাগুলোতে কর্মীদের কোনো সুরক্ষা ব্যবস্থাও ছিল না। পাশাপাশি আবাসিক এলাকায় এই কারখানার বিষাক্ত গ্যাসে মানুষের স্বাস্থ্যও ছিল হুমকির মুখে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর