রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন 
ছবি : ঢাকা মেইল

রাজশাহীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। বিয়েতে রাজি না হলে বিষপানে নিজের জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল থেকে রাজশাহীর তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান নিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


প্রেমিক গোলাম রাব্বানী তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনার পর বিপাকে পড়েছেন প্রেমিকের পরিবারের লোকজন। 

বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন রাব্বানী। 

জানা যায়, গোলাম রাব্বানীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ওই তরুণীর। তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা। সম্পর্কের বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন দুজন। পরে বিয়ের চাপ দিলে রাজি না হওয়ায় অনশন শুরু করেন তরুণী। 
 
অনশনরত তরুণী জানান, প্রেমের সম্পর্ক থাকাবস্থায় রাব্বানী বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করেন। বিয়ের জন্য চাপ দিলে তিনি রাজি হননি। তাই বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে বিষপান করে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি। 

তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনজুর রহমান বলেন, আজ (মঙ্গলবার) সকাল থেকেই বিষের বোতল হাতে নিয়ে ওই তরুণী রাব্বানীর বাড়িতে বিয়ের জন্য অনশন শুরু করেছেন। দীর্ঘদিন ধরে রাব্বানীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পারছি। 


বিজ্ঞাপন


এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ রকম কিছু জানা নেই। তবে এরকম কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর