বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

পঞ্চগড়ে ওঠানামায় তাপমাত্রা, আজ ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:২৮ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ওঠানামায় তাপমাত্রা, আজ ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে। সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের পর্যেবক্ষক রোকনুজ্জামান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ঢাকা মেইলকে বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

Panchagar

এ দিকে ভোর থেকে হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এ জেলায় হিমেল হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে ঘন কুয়াশা ছিল। মিলছে না সূর্যের দেখা। কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না।


বিজ্ঞাপন


আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বির্পযস্ত করে তুলেছে। অসহনীয় শীতে শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর