শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুলিয়ারচরে মদপানে আওয়ামী লীগ নেতাসহ চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদপানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ চারজন মারা গেছেন।

মাড়া যাওয়া অপর তিন ব্যাক্তি হলেন জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া।


বিজ্ঞাপন


সোমবার (১৬ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়া হাবিবুর রহমান নামে একজনের অবস্থা সংকটাপন্ন। তিনি ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন বলে জানা গেছে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রোববার (১৫ জানুয়ারি) রাতে তারা সবাই মদ্যপান করে নিজ নিজ বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর তারা সবাই বমি করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানের ফলে বিষক্রিয়ায় তারা মারা গেছেন। পরে পরিবারের সদস্যরা তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার (১৬ জানুয়ারি) সকালে একেক করে তারা হাসপাতালে মারা যান।

হাবিবুর রহমান নামে একজনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার অবস্থাও সংকটাপন্ন। তিনি লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা আরও জানান, এলাকায় তারা প্রায়ই সংঘবদ্ধভাবে মদপান করতেন।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, অতিরিক্ত মদ্পান করার ফলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন