সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুতার ভেতরে মিলল ১ কেজি স্বর্ণের বার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

জুতার ভেতরে মিলল ১ কেজি স্বর্ণের বার
ছবি: ঢাকা মেইল

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো.দ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম ইমন আলী (২৭)। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. দ ইশতিয়াক জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে— এমন গোপন সংবাদে নাস্তিপুর গ্রামে অভিযান চালায় বিজিবির বারাদি বিওপির টহল দল। এসময় সন্দেহভাজন এক চোরাকারবারীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করে দেহ তল্লাশি করলে তার জুতার ভেতর থেকে টেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া ১০টি স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৭০ লাখ টাকা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর