সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে কবির বিন আনোয়ারকে গণসংবর্ধনা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে কবির বিন আনোয়ারকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মনোনিত হওয়ায় সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার অপুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের মুক্তির সোপান শহিদ মিনার প্রাঙ্গনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জেলাবাসীর পক্ষ থেকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের ফুলেল সংবর্ধনায় সিক্ত হন কবির বিন আনোয়ার।
 
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।
 
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এহসান হোসেন।
 
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ করে তোলে। গণসংবর্ধনার অনুষ্ঠানটি সমাবেশে পরিণত হয়। 
 
সিরাজগঞ্জের কৃতি সন্তান কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মা প্রয়াত সৈয়দা ইসাবেলা একুশে পদকপ্রাপ্ত একজন খ্যাতনামা লেখিকা।

কবির বিন আনোয়ার নিজেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন এবং চলতি বছরের ৩ জানুয়ারি অবসরগ্রহণ করেন। ৫ জানুয়ারি তাকে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলীয় নির্বাচন কমিটির কো-চেয়ারম্যানের চেয়ারে বসেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে গুরুত্বপূর্ণ ওই পদেই পদায়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর