সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
ছবি : ঢাকা মেইল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় হীরা হোসেন (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

হীরা হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। 


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব আজকের পত্রিকাকে বলেন, রাতে হীরা হোসেন উল্লাপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজের গ্রাম পূর্ব দেলুয়ায় যাচ্ছিলেন। এ সময় উপজেলার শ্রীখোলা মোড়ে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের সদস্যরা লাশ নিয়ে বাড়ি চলে যান। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর