কুমিল্লা শহরতলীর সাতরা চম্পকনগর এলাকার একটি গ্যারেজ থেকে ১ মণ গাঁজাসহ মো. জুয়েল রানা (৩৫) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার (১১ জানুয়ারি) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার মো. জুয়েল রানা স্থানীয় শামসুল হকের ছেলে ও অটোগ্যারেজের মালিক।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, কতোয়ালি মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে জুয়েল রানার গ্যারেজ থেকে গাঁজা উদ্ধার করা হয়। যার পরিমাণ ১ মণ।
এ বিষয়ে বুধবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

