গাইবান্ধার পলাশবাড়ীতে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী সদর থেকে মা-মেয়েকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
গ্রেফতার মায়ের নাম বুলবুলি বেগম (৪৭) ও মেয়ে মীম আক্তার (২৮)। তারা কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গাজের কুটি গ্রামের (পূর্বগজের কুঠি বাদশা বাজার) শাহ আলমের স্ত্রী ও মেয়ে।
ওসি মাসুদ রানা জানান, রোববার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী সদরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে শরীরে লাল রঙয়ের পলিথিনে বিশেষ কায়দায় পাটের সুতলি দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মা-মেয়েকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
টিবি

