সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জের ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জের ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার
ছবি : ঢাকা মেইল

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোমা তৈরির ইলেকট্রনিকস ডিভাইস আছে সন্দেহে পরিত্যক্ত একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে সেনাবাহিনী ও র‌্যাবের বিশেষদল বাড়িটিতে অভিযান চালায়।


বিজ্ঞাপন


জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার দিঘলবাক আটঘর গ্রামের আকলাকুর রহমানের ছেলে আফজলের নামের একটি মামলার তদন্তে আসলে পুলিশকে দেখেই আফজল পালিয়ে যায়। পরে পুলিশ তার আচরণ ও ঘরের জিনিসপত্র দেখে সন্দেহ হলে গত শুক্রবার থেকেই তার বাড়িতে বিভিন্ন সময় অভিযান চালায়।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওখানে সন্দেহজনক কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি তৈরি হচ্ছে। তাই সামরিক বাহিনীর একটি বিশেষ টিমকে আনা হয়েছে। তারা দেখছেন। তবে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর